Thu. Jan 15th, 2026

মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্স আসলে বুধবার খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিতে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি পেলে আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবে এবং পরদিন (১০ ডিসেম্বর) খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে ফ্লাইট শিডিউলের আবেদন করেছে। বেবিচক আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

বেবিচক সূত্র জানায়, খালেদা জিয়ার চিকিৎসার জন্য কাতার সরকার পূর্বের এয়ার অ্যাম্বুলেন্স পরিবর্তন করে এফএআই অ্যাভিয়েশন গ্রুপের বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (সিএল৬০) মডেলের এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া করেছে। এটি দীর্ঘ দূরত্বের মেডিক্যাল ইভাকুয়েশন ফ্লাইট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। জার্মানির শীর্ষ এয়ার অ্যাম্বুলেন্স ও মিশন-ক্রিটিক্যাল এভিয়েশন সেবাদাতাদের দ্বারা অ্যাম্বুলেন্সটি পরিচালিত।

চ্যালেঞ্জার ৬০৪ তার শক্তিশালী ট্রান্সকন্টিনেন্টাল সক্ষমতার জন্য পরিচিত, যা ঢাকা–লন্ডন মেডিক্যাল ট্রান্সফারের জন্য উপযোগী।

ফ্লাইট শিডিউলের চূড়ান্ত সরকারি অনুমোদন মিললেই পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

By admin

Related Post

One thought on “মঙ্গলবার এয়ার অ্যাম্বুলেন্স আসলে বুধবার খালেদা জিয়াকে লন্ডন নেয়া হতে পারে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *