Sat. Dec 13th, 2025

চাইনিজ কুড়াল দিয়ে জামায়াত নেতাকে কোপাল ছাত্রলীগ কর্মী

গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী হাসানের চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াতের এক নেতা গুরুতর আহত হয়েছেন। আহত আপেল মাহমুদ পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক। শুক্রবার রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গোয়ালপাড়া গ্রামের ছাত্রলীগকর্মী হাসান আকস্মিকভাবে ১নং ওয়ার্ডের বাড়াইপাড়ার বাসিন্দা ও পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক আপেল মাহমুদের ওপর হামলা চালায়।

এ সময় হাসানের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আপেল মাহমুদের বাম হাতে আঘাত করে। এতে তার হাতের একটি বড় অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা গুরুতর হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার পরামানিক বলেন, অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা করা হচ্ছে। ঘটনা শোনার পর আমরা সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে জামায়াত নেতা আপেল মাহমুদকে উদ্ধার করি। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *