Sat. Dec 13th, 2025

ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) বিকালে ভোকেশনাল মোড়ের পাশেই অর্ণব ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় (২০)। তিনি কুড়িগ্রাম পলিটেকটিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র। তার বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। তার বাবার নাম শংকর চন্দ্র রায়।

পুলিশের ধারণা, মৃত্যুঞ্জয় আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঠিক কী কারণে তিনি ‘আত্মহত্যার’ করেছেন সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।

অর্ণব ছাত্রাবাসের মালিক আবু সাঈদ জানান, পলিটেকনিক ইনস্টিটিউট ছুটি থাকায় ছাত্রাবাসের বেশিরভাগ ছাত্র বাড়িতে চলে গেছে। মাত্র ৪/৫ জন ছাত্র ছিলেন। আজ বিকালে ছাত্রাবাসের এক ছাত্র এসে মৃত্যুঞ্জয়ের মৃত্যুর খবর দেয়। ছাত্রাবাসের নিজ কক্ষে মৃত্যুঞ্জয় গলায় ফাঁস দিয়েছিলেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কুড়িগ্রাম সদর থানার ডিউটি অফিসার মোস্তফা বলেন, ‘নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *