থালা
মাসুদ পথিক
ভালোবাসার খোঁজ নিই না ইদানিং
ভালো বাসার খোঁজ নিই
দিনশেষে, সব পাখি, সব অবহেলা
ঠিক বাড়ি ফেরে
কাছের কিংবা দূরের যতো মানুষ
সবাই মারা গেছে, আমিও মারা গেছি
না-খেতে পেয়ে ব্যথায় ব্যথায়
মারা গেছে চোখ, প্রিয় দুটি নদী
আমি ফিরি জীবনের থালায়, মৃত, কেননা আমি বেঁচে নাই
মানুষের সামনের থালা ভর্তি ভাত, সবটাই থাকে মৃত
কিংবা আমিও ফিরি পাখিটির ঠোঁটের দানা হয়ে
ফিরি তোমার ক্ষুধার নিরিখে
বাসনার থালায় থালায়, যাই
ছাই-হীন শ্মশানে__অবহেলার চির ঘুম!
