Thu. Jan 15th, 2026

সুন্দরবনের কাগাদোবেকিতে ১০০ কেজি হরিণের মাংস জব্দ

মোঃ কামরুল ইসলাম টিটু
খুলনা বিভাগীয় ব্যুরো চীফ

সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন  কাগাদোবেকি এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস সহ চার হাজার মিটার ফাঁদ জব্দ করেছে কোস্টগার্ড  ১২ জানুয়ারি বিকেলে কোস্টগার্ড খুলনার কয়রা থানাধীন ঘোলের খাল এলাকায় থেকে এ  মাংস ‌জব্দ করে।

কোর্সগাট সূত্রে জানা যায়, খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় থেকে হরিণের মাংস পাচার হচ্ছে এমন গোপন সংবাদে কোস্টগার্ডের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সঙ্গবদ্ধ হরিণ শিকারি চক্রটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে  ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করে কোস্টগার্ড।

এ ব্যাপারে কোস্ট গার্ড মংলা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন ঘটনা সততা নিশ্চিত করে বলেন, শিকারীদের কাছ থেকে মাংস উদ্ধার করতে পারলেও কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস ফাঁদ পার্শ্ববর্তী কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *