Tue. Dec 16th, 2025

শরণখোলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্প মাল্য অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া করা হয়। শরণখোলা উপজেলা রায়েন্দা বাজার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন এর জন্য উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধারা, শরণখোলা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহ সবাইকে সাথে নিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পমাল অর্পণ করেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শরণখোলা উপজেলা ইউনিট কমান্ডারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ জোমাদ্দার বীরমুক্তিযোদ্ধা খাদেমুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধারা শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও গ্রাম পুলিশের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পনশেষে  শহীদ বুদ্ধিজীবী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *