Wed. Dec 17th, 2025

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী, বললেন যে কারণ

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। পরিবেশ না থাকায় পরিবারের চাপে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মাসুদুজ্জামান।

এ সময় তিনি বলেন, এই পাঁচ-ছয় মাসের আমার অভিজ্ঞতা। আমি এই এলাকার পাড়া মহল্লায়, বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়েছি। আপনাদের হয়তো মন ভেঙে যাবে। আমি নির্বাচনটা করবো না শুনে।

তিনি আরও বলেন, আমি ক্ষমা প্রার্থী। আমি জানি কী রকমের কষ্ট আপনারা পাচ্ছেন। আপনাদের স্বপ্নের, আশার জায়গা ছিল। সে আশা ব্যাহত হচ্ছে। এটা আমার জন্য সিদ্ধান্ত নেয়া খুব সহজ ছিল না। ব্যক্তিগত কারণ ও কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হল। আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। আমি সমাজকর্মী হিসেবে আজীবন আপনাদের পাশে থাকবো।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *